how to earn free bitcoin - Revernue Share Site Earning

Post Top Ad

test banner
how to earn free bitcoin

how to earn free bitcoin

Share This

বিট কয়েন কি

এটি কিভাবে কাজ করে এ সম্পর্কে আপনারা অনেকেই ভালোভাবে জেনে ফেলেছেন।
তবুও একটু হালকা করে বলতে হলে বলা যায়, বিট কয়েন হল একটি অনলাইন কারেন্সি সিস্টেমের মুদ্রা। এই কারেন্সি সিস্টেম কে ক্রিপ্টোকারেন্সি বলে। একে দেখা অথবা ছোঁয়া যায় না। এটি তৈরি হয় অনলাইন এ , এবং ব্যবহারিতও হয় অনলাইন এ ডিজিটাল মাধ্যমে।
বিটকয়েন পুরোপুরি আমাদের দ্বারাই নিয়ন্ত্রিত, এটি কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনি নিজেই অনলাইন থেকে এটি রোজগার করতে পারবেন।
1 Bitcoin equals
1871.81 US Dollar
151178.55 Bangladeshi Taka
একটা Important কথা এর দাম ডলার এর দাম এর মত কমে বাড়ে যেমন google এ 1 Bitcoin=? লিখলে আজ যে amaount দেখাবে কাল বেশি বা কম দেখাতে পারে

বিটকয়েন সম্পর্কিত কিছু এককঃ

1 uBTC = 0.000001 BTC
1 mBTC = 0.001 BTC
1 satoshi = 0.00000001 BTC বিটকয়েন

বিটকয়েন আর্নিং এর কয়টি মাধ্যম আমি জানি তা হল, মাইনিং (mining) এবং কল (faucets)
মাইনিং এ আপনার নির্দিষ্ট একটি বিটকয়েনের অংশ আপনাকে ইউজ করতে হবে। বর্তমানে এটি অনেক হার্ড একটি প্রসেস বিটকয়েন আর্ন করার জন্য।

free-btc
freebitcoin

আর দ্বিতীয় টি হল সবচেয়ে সহজলভ্য উপায় যা বর্তমানে আমাদের মত ইউজার কে বিনামুল্যে বিটকয়েন আর্ন করার সুযোগ দেয়। তবে এটি কতদিন থাকবে তা বলা মুশকিল।
আমরা যে freebitco.in ইউজ করি তা এই প্রসেসের ই অংশ। এরকম আর ও অনেক সাইট আছে যারা পিটিসি অথবা ক্যাপচা পুরন অথবা কোন কিছু না করেই শুধুমাত্র রেজিস্ট্রেশন করেই আপনাকে বিটকয়েন আর্ন করতে দিবে।
নিচে আমি তা উল্লেখ করব।
freebitcoin
বিটকয়েন আর্ন এর জন্য আপনাকে একটি নিজস্ব বিটকয়েন অ্যাড্রেসের অধিকারি হতে হবে। এটি অ্যাকাউন্ট নাম্বার এর মত সবখানে কাজে লাগবে এবং এই অ্যাড্রেস এই আপনার সমস্ত বিটকয়েন জমা হবে।
আপনি খুব সহজেই Blockchain থেকে এই অ্যাড্রেস টি পেতে পারেন এবং আপনাকে এই অ্যাড্রেস টি যত্ন সহকারে সংরক্ষিত করে রাখতে হবে। আমি সংক্ষেপে বলছি,
প্রথমে Blockchain এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে,

তখন আপনাকে একটি বিটকয়েন অ্যাড্রেস দেওয়া হবে যা আপনার পরবর্তী সকল লেনদেনে কাজ এ লাগবে।
তারপর ছবির মত address টা কপি করতে হবে ।
তার পর freebitco.in এ একটিAccount খুলতে হবে এভাবে

একটু আগে যে অ্যাড্রেস টা পেয়েছিলেন সেটা paste করবেন আর email,passwors,capcha দিয়ে সাইনআপ করেন...লগিন এর পর সাইট এর নিচে captha পূরণ করেন

No comments:

Post a Comment

Post Bottom Ad

test banner

Pages